Skip to main content

Posts

Showing posts from April, 2020

What is sentence

A sentence is group of words which express complete sense. Ex:- 1.This is a tree.         2.This is a cow.         3.This is a mobile phone. You can see this three sentence make different sense. If we write "is cow a This" -that is not a sentence.Because that can't make sense. Every group of words we can't say sentence. Every sentence has to be a finite verb or a nominative . Nominative is in sentence what we talk about for which that call nominative. Ex:- 1.Ram is a student.       In this case 'Ram' nominative or 'is' finite verb. If we write "Rohit is" In this case 'Rohit' nominative or 'is' finite verb.After that that is not a sentence. Because when we hear this a question came in our mind that is "What is?".That's mean this group of words don't express complete sense.          1.We hear sky.          2.Fishes are flying. This two groups of words we can't say sentence because 'sk...

Different between debit card and credit card?

Debit card is same as a credit card. Only one different things have a between debit card and credit card. That's is you can do shopping when your debit card have a money. If your debit card have no money you can't do shopping. But you can also do shopping if your credit card have no money. That case you need to pay credit card bill after another time. 

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী?

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড প্রায় একই শুধু মাত্র একটি পার্থক্য রয়েছে। সেটি হলো ডেবিট কার্ডে যতক্ষণ টাকা আছে ততখনই কেনাকাটা করতে পারা যায়। কিন্তু ক্রেডিট কার্ডে টাকা শেষ হয়ে গেলেও কেনাকাটা করতে পারা যায়। সেক্ষেত্রে পরে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হয়। 

Coronavirus news in India

শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় করোনা থেকে দেশকে বাঁচাতে বিশেজ্ঞদের সাথে আলোচনা করে 23/03/20 তারিখে 21 দীনের জন্য দেশে লকডাউন ডেকে ছিলেন। গতকাল (14/04/20) লকডাউনের শেষ দিন ছিল। কিন্তু,14/04/20 তারিখে বিভিন্ন রাজ্যের মন্তীর সথে রাজ্যের পরিস্তিতি সম্পর্কে আলোচনা করে এবং স্বাস্থ্য বিশেজ্ঞদের সাথে আলোচনা করে লকডাউনের দিন আরও বাড়িয়ে দিয়ে 3রা মার্চ লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এটাও বলেছেন যে যদি এই দিনগুলির মাঝে দেখা যায় কোনো রাজ্যের পরিস্তিতি ভালো আছে তবে সেই রাজ্যকে প্রয়োজনীয় কাজের জন্য ছাড় দেওয়া হবে।অবশ্য সেটা হবে সরকারের কিছু নিয়ম মেনে।সেইসব নিয়মগুলি 15/04/20 তরিখে জানানো হবে বলে জানিয়েছেন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়।এছাড়াও নরেন্দ্র মোদী মহাশয় কিছু বিষয়ের প্রতি বিশেষ নজর রাখতে আবেদন করেছেন। সেগুলি হল - ১)বাড়ির বয়স্কদের খেয়াল রাখো।বিশেষ করে যাদের পুরোনো অসুখ আছে। ২)লকডাউন সম্পূর্ণ মেনে চলুন। মাক্স ব্যবহার করুন। ৩) আয়ুশ মন্তালয় দ্বারা দেওয়া নির্দেশ পালন করুন। ৪) আরোগ্য সেতু এপপ ডাউনলোড করুন এবং ব্যবহার করুন।যেখানে স্বাস্থ্য বি...

When celebrate World Health Day?

In 1948,the who organizations first time arrange a health assembly.and say to celebrate every year World Health Day in 7th april.In this day hole world organise international,regional and local event on particular theme and provide health awareness on public.

বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?

১৯৪৮ খ্রিস্টাব্দে WHO(World Health Organization) প্রতিষ্ঠান প্রথম বিশ্ব স্বাস্থ্য মিটিং আয়োজন করেন এবং ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করার ডাক দেন।প্রতি বছর বিশ্ব এবং লোকাল স্তরে নির্দিষ্ট থিমের ওপর এই দিনটি যাকজমক ভাবে পালন করা হয়।

নরেন্দ্র মুদী এপপ

দেশবাসীর সাহায্যের জন্য মাননীয় নরেন্দ্র মুদী মহাশয় নিয়ে আসলো 'নরেন্দ্র মুদী' নামে এপপ।এই এপপ-এ আপনারা নরেন্দ্র মুদী ও বিজেপি দলের সমস্ত ধরনের খবর পড়তে পাড়বেন,নরেন্দ্র মুদী মহাশয়ের প্রত্যেকটি বক্তৃতা শুনতে পারবেন,ভবিষ্যত নেওয়া কোনো ধরনের সরকারি পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন,স্বাস্থ সম্বন্ধীয় কোনোরকম অসুবিধা হলে এই এপপ-এর মাধ্যমে সরাসরি এক্সপার্টদের সাথে আলোচনা করতে পারবেন, এছাড়া এই এপপ-এর মাধ্যমে দরিদ্রদের সাহায্যের জন্য ডোনেট করতে পারেন। এই এপপ-টি ডাউনলোড করার জন্য নীচে ক্লিক করুন 👇 https://play.google.com/store/apps/details?id=com.narendramodiapp

HS exam news of West Bengal

উচ্চ মাধ্যমিক পরিক্ষা নিয়ে এখন নানা রকম গুজব ঘুরে বেড়াচ্ছে শোশাল মিডিয়ায়।কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কী বলছে শুনুন অজথা গুজবে কান দেবেন না,গুজব ছঢড়াবেন না।