Skip to main content

What is sentence

A sentence is group of words which express complete sense. Ex:- 1.This is a tree.         2.This is a cow.         3.This is a mobile phone. You can see this three sentence make different sense. If we write "is cow a This" -that is not a sentence.Because that can't make sense. Every group of words we can't say sentence. Every sentence has to be a finite verb or a nominative . Nominative is in sentence what we talk about for which that call nominative. Ex:- 1.Ram is a student.       In this case 'Ram' nominative or 'is' finite verb. If we write "Rohit is" In this case 'Rohit' nominative or 'is' finite verb.After that that is not a sentence. Because when we hear this a question came in our mind that is "What is?".That's mean this group of words don't express complete sense.          1.We hear sky.          2.Fishes are flying. This two groups of words we can't say sentence because 'sk...

How to choose best topic for YouTube channel and blog

ভালো বিষয় একটা ব্লোগ পোস্টের ক্ষেত্রে বা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই একজন ব্লোগারের ক্ষেত্রে বা ইউটিউবারের ক্ষেত্রে ভালো বিষয় ঠিক করাটা জরুরি।
এখন আপনি যানবেন ভালো বিষয় পছন্দ করার তিনটি পদ্ধতি।কোন বিষয়ে ব্লোগ লিখলে,কোন বিষয়ে ভিডিও বানালে বেশি ভিউয়ার দেখবে।
১)বর্তমানে কী চলছে
ভালোভাবে রিসার্চ করুন বর্তমান সময়ে কী চলছে।মানুষ এখন বেশি কোন বিষয়ের উপর পোস্ট পড়চ্ছে,কোন বিষয়ের ভিডিও দেখচ্ছে।তারপর,দেখুন আপনার ব্লোগ কোন বিষয়ের উপর বানানো আপনার ইউটিউব চ্যানেল কোন বিষয়ের উপর বানানো।এরপর বর্তমান বিষয়ে আপনার ইউটিউব চ্যানেল বা ব্লোগের বিষয়ের দিকটা দেখান।
যেমনে-বর্তমানে(27th March2018) কোরোনা ভাইরাসের প্রকপ চলছে।এবার আপনার চ্যানেল বা ব্লোগ যদি স্বাস্থ রিলেটেড হয় তাহলে আপনি 'কীভাবে সুরক্ষিত থাকা যায়?','কীভাবে ভাইরাস মুক্ত থাকা যায়?' ইত্যাদি বিষয়ে।বা আপনার চ্যানেল বা ব্লোগ যদি অর্থনীতি রিলেটেড হয় তাহলে 'কীভাবে অর্থনীতির ক্ষতি হচ্ছে?','কীভাবে নিজেকে অর্থনীতির দিক থেকে সুরক্ষিত রাখা যায়?'ইত্যাদি বিষয়ে ব্লোগ লিখতে বা ভিডিও বানাতে পারেন।

২)অআলোচিত বিষয়
এমন কোন বিষয়ের উপর লিখুন বা ভিডিও বানান যার বিষয়ে এখনও আলোচনা করা হয়নি।বা যার বিষয়ে আলোচনা হলেও হালকা হালকা উপর থেকে আলোচনা হয়েছে।
যেমন- আপনার চ্যানেল বা ব্লোগ যদি অর্থনীতির উপর হয় তাহলে অর্থনীতির এমন কোনো বিষয়ে আলোচনা করুন যার সম্বন্ধে কেউ আলোচনা করেনি বা এমন কোনো বিষয় যা হালকা হালকা উপরে উপরে আলোচনা হয়েছে আপনি সেটা গভীর ভাবে আলোচনা করুন।

৩)সমস্যার সমাধান
এমন কোনো বিষয় ঠিক করুন যেটা আপনার ভিউয়াসদের কোনো সমস্যার সমাধান করবে।আপনার ভিউয়াসদের সমস্যার সমাধানে সাহায্য করবে।যেটা ভিউয়াসদের জীবনে কিছু মূল্য যোগ করবে।
যেমন- আপনি পরীক্ষা সম্বন্ধীয় কোনো ভিডিও বা ব্লোগ লিখলেন যেটা আপনার ভিউয়াসদের পরীক্ষা সম্বন্ধীয় চীন্তাদূর করবে,পরীক্ষা সম্বন্ধীয় কোনো সমস্যার সমাধান করবে।

Comments

Popular posts from this blog

Coronavirus news in India

শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় করোনা থেকে দেশকে বাঁচাতে বিশেজ্ঞদের সাথে আলোচনা করে 23/03/20 তারিখে 21 দীনের জন্য দেশে লকডাউন ডেকে ছিলেন। গতকাল (14/04/20) লকডাউনের শেষ দিন ছিল। কিন্তু,14/04/20 তারিখে বিভিন্ন রাজ্যের মন্তীর সথে রাজ্যের পরিস্তিতি সম্পর্কে আলোচনা করে এবং স্বাস্থ্য বিশেজ্ঞদের সাথে আলোচনা করে লকডাউনের দিন আরও বাড়িয়ে দিয়ে 3রা মার্চ লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এটাও বলেছেন যে যদি এই দিনগুলির মাঝে দেখা যায় কোনো রাজ্যের পরিস্তিতি ভালো আছে তবে সেই রাজ্যকে প্রয়োজনীয় কাজের জন্য ছাড় দেওয়া হবে।অবশ্য সেটা হবে সরকারের কিছু নিয়ম মেনে।সেইসব নিয়মগুলি 15/04/20 তরিখে জানানো হবে বলে জানিয়েছেন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়।এছাড়াও নরেন্দ্র মোদী মহাশয় কিছু বিষয়ের প্রতি বিশেষ নজর রাখতে আবেদন করেছেন। সেগুলি হল - ১)বাড়ির বয়স্কদের খেয়াল রাখো।বিশেষ করে যাদের পুরোনো অসুখ আছে। ২)লকডাউন সম্পূর্ণ মেনে চলুন। মাক্স ব্যবহার করুন। ৩) আয়ুশ মন্তালয় দ্বারা দেওয়া নির্দেশ পালন করুন। ৪) আরোগ্য সেতু এপপ ডাউনলোড করুন এবং ব্যবহার করুন।যেখানে স্বাস্থ্য বি...

HS exam news of West Bengal

উচ্চ মাধ্যমিক পরিক্ষা নিয়ে এখন নানা রকম গুজব ঘুরে বেড়াচ্ছে শোশাল মিডিয়ায়।কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কী বলছে শুনুন অজথা গুজবে কান দেবেন না,গুজব ছঢড়াবেন না।

Days of week and months of year

 1)How many days are there in a week? Ans:There are seven days in a week. 2)Name the days of the week? Ans:The days of the week are  Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. 3)How many months are there in a year? Ans:There are twelve months in a year. 4)Name the months of the year? Ans:The months of the year are January, February, March, April, May, June, July, August, September, October, November, December.