Skip to main content

What is sentence

A sentence is group of words which express complete sense. Ex:- 1.This is a tree.         2.This is a cow.         3.This is a mobile phone. You can see this three sentence make different sense. If we write "is cow a This" -that is not a sentence.Because that can't make sense. Every group of words we can't say sentence. Every sentence has to be a finite verb or a nominative . Nominative is in sentence what we talk about for which that call nominative. Ex:- 1.Ram is a student.       In this case 'Ram' nominative or 'is' finite verb. If we write "Rohit is" In this case 'Rohit' nominative or 'is' finite verb.After that that is not a sentence. Because when we hear this a question came in our mind that is "What is?".That's mean this group of words don't express complete sense.          1.We hear sky.          2.Fishes are flying. This two groups of words we can't say sentence because 'sk...

How to earn money online?

এখন বর্তমানে অনলাইনে কাজ করে ইনকাম করার অনেক পদ্ধতি আছে।এইসব কাজ গুলির মধ্যে কিছু কাজ আছে যেগুলি আপনাকে বেশি পেমেন্ট দেবে কিন্তুু বেশিদিন চলবে না।আবার,কিছু কাজ আছে যেগুলি শুরুতে হয়তো কম পেমেন্ট দেবে বা পেমেন্ট নাও দিতে পারে।কিন্তু,কাজ করতে থাকলে যতদিন বাড়বে তত পেমেন্ট এমাউন্টও বাড়তেই থাকবে।এদের পেমেন্টের কোনো ওপর সীমা থাকে না।এখানে আপনি দ্বিতীয় প্রকার অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য ভালো এমন চারটি অনলাইন কাজের সম্পর্কে জানবেন।

১)ইউটিউব(YouTube)
  -ইউটিউব থেকে খুব ভালো ইনকাম করা যায়।ইউটিউব থেকে ইনকাম করতে আপনার শুধু দরকার লাগবে একটি ফোন ও তাতে ডাটা কানেকশন তাহলেই হবে।এরপর,ইউটিউবে একটি চ্যানেল বানাতে আর ভিডিও পোস্ট করতে থাকতে হবে।এবার যখন আপনার চ্যানেল 1k সাবস্ক্রাইবার ও 10k ভিউস হয়ে যাবে তখন মনিটাইজেসান অন করলেই আপনার ইনকাম শুরু।
কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন?👇



২)এফিলিয়েট মার্কেটিং
  -এফিলিয়েট মার্কেটিং মানে হলো এফিলিয়েট একাউন্টে গিয়ে সেখানে নানা রকমের প্রোডাক্ট থাকবে,তার মধ্যে থেকে কোনো একটি প্রোডাক্ট বেছে নিয়ে তার এফিলিয়েট লিঙ্ক কপি করে আপনাকে শেয়ার করতে হবে।এবার আপনার লিঙ্কের মাধ্যমে যেকেউ ওই প্রোডাক্ট কিনলে আপনি কমিশান পাবেন।
 এই কাজের জন্য আপনার শুধু একটি ফোন ও তাতে ডাটা কানেকশান থাকলেই হবে।এরপর,এফিলিয়েট একাউন্ট খুলতে হবে।

৩)ফটো সেলিং
  -আপনি যদি ফটো সুট করতে ভালোবাসেন তাহলে এই কাজ আপনার জন্য সঠিক।এই কাজের ক্ষেত্রে আপনার তোলা ছবি যেমন - গাছের ছবি,পাখির ছবি,পশুর ছবি আপনার ফটোগ্রাফি একাউন্টে আপলোড করতে হবে।এবার যখন কারও আপনার আপলোড করা ছবি পছন্দ হবে।তখন সে সেই ছবি আপনার কাছ থেকে কিনে নেবে।এক-একটা ছবি ১০০ ডোলার ১০০০ ডোলার তারও বেশি দামে বিক্রি হয়।সেটা ডিপেন্ড করে আপনার ছবি কতটা ভালো।এরকম একটি ফটো সেলিং ওয়েব সাইট হল সাটারস্টক।

৪)ব্লোগিং
  -আমার অনলাইনে অনেক রকম নিউজ,বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়ে থাকি।এই আর্টিকেল যারা লেখে তাদের ব্লোগার বলে।এই কাজের জন্য আপনাকে একটা ব্লোগ খুলতে হবে।এখন ব্লোগ ফ্রিতে খোলাযায় আবার টাকা দিয়েও খোলা যায়।এরপর,ব্লোগ খোলার পর সেখানে নিয়মিত আর্টিকেল পোস্ট করতে হবে।এবার আপনার ব্লোগের লেখা যখন ভিউআসদের ভালো লাগবে আপনার ব্লগ ফলো করা শুরু করবে তখন গুগল এডসে একাউন্ট করে আপনার ব্লোগ সেখানে এড করে দেবেন।আর,আপনার ইনকাম শুরু।

কীভাবে নিজের ব্লোগ খুলবেন?👇



এই ছিল চারটি অনলাইন কাজ করে ইনকাম করার পদ্ধতি।

Comments