Daily Uses Smart Sentence
1)I'll do it right away.- আমি এখুনি করছি।
Use:-
Mom:The english project needs to be submitted tomorrow.(ইংরেজি প্রকল্প কালকে জমা দেওয়া দরকার।)
You:I'll do it right away.(আমি এখুনি করছি। )
2)I'll get around to it - আমি পরে আসছি।
Use:-I am hungry.But i'll get around to it.(আমি ক্ষুধার্থ। কিন্তু আমি পরে আসছি। )
3)(It could happen) any day - যেকোন দিন হতে চলেছে।
Use:-The results will be out any day now.(রেজাল্ট যেকোন দিন বের হতে চলেছে। )
4)I'm counting the days until......আমি দিনগুনে চলেছি যতদিন না.......
Use:-I'm counting the days until my exams results out.(আমি দিনগুনে চলেছি যতদিন না রেজাল্ট বের হচ্ছে।)
5)It's right around the corner - কোনোজিনিস হতে চলেছে।
Use:-I'm very excited!My birthday is right around the corner.(আমি খুব উৎসাহিত!আমার জন্মদিন আসতে চলেছে।)
6)Sooner or later - আজ নয়তো কাল হবে / পাবে।
Use:-You will find the right school sooner or later.(তুমি আজ নয় তো কাল সঠিক স্কুল নিশ্চয়ই খুঁজে পাবে। )
7)It's bound to happen - কিছু নিশ্চয় হতে চলেছে।
Use:-She was doubtful about the coching.But it's bound to happen.(তার কোচিং সম্বন্ধে সন্দেহ হয়েছে। কিছু কিন্তু নিশ্চয় হতে চলেছে।)
8)In the near future -নিকট ভবিষ্যতে
Use:- I will planning to move to new company in the near future.(আমি খুব তাড়াতাড়ি নতুন সংস্থায় যাবার প্লান করছি। )
9)It's a sign of things to come - কিছু ঘটতে চলার চিহ্ন।
Use:-Uneven weather conditions are a sign of things to come.(খারাপ আবহাওয়ার কিছু ঘটতে চলার চিহ্ন। )
10)Time will tell - সময় বলবে।
Use:-I am unsure about her decision to change college but time will tell.(আমি তার কলেজ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত নয় কিন্তু সময় বলবে। )
11)(It will happen) in your lifetime - জীবনে কিছু ঘটতে চলেছে।
Use:-Medicine is progressing very fast.I think a cure for corona virus will be developed in our lifetime.(ওষুধপত্র খুব তাড়াতাড়ি উন্নতি হচ্ছে।আমাদের জীবনে মনে হয় কোরোনা ভাইরিসের থেকে সুস্থ হওয়ার ওষুধ তৈরি হয়ে যাবে।)
Comments
Post a Comment