1)to wipe the table - টেবিল পরিস্কার করতে
Use:- There is dust on the table,please wipe it.(টেবিলে কিছু নোংরা আছে,দয়া করে এটা পরিস্কার কর। )
2)to set the table - টেবিল সাজাতে
Use:- Please set the table,it looks so messed up.(দয়া করে টেবিলটা সাজাও,এটা আগোছালো লাগছে।)
3)to do the dishes/wash the dishes/rinse the dishes - থালা-বাসন ধোয়াতে
Use:- Yesterday i washed the dishes,today you wash them.(গতকাল আমি থালা-বাসন ধুয়েছিলাম,আজ তুমি এগুলো ধোবে। )
4)to dry the dishes - থালা-বাসন শুকনো করতে
Use:-Please dry the wet dishes.(দয়া করে ভিজে থালা-বাসনগুলো শুকনো করো। )
5)to wipe the dishes - থালা-বাসন মুছতে
Use:- Wipe the old dishes.(পুরোনো থালা-বাসনগুলো মোছো। )
6)dish washer - যেখানে থালা-বাসন ধোয়া হয়
Use:-Please put the dishes in the dish washer.(দয়া করে থালা-বাসন ধুতে দিয়ে দাও। )
Use:-Did you empty the dish washer?(তুমি থালা-বাসন ধোয়ার জায়গাটা ফাঁকা ফাঁকা করেছো। )
7)stove - উনুন/রান্না করার এক প্রকার যন্ত্র
Use:-Please clean the stove.(দয়া করে উনুনটি পরিস্কার করো। )
8)sink - থালা-বাসন রাখার জায়গা
Use:-Before washing the dishes we need to clean the sink.(থালা-বাসন ধোয়ার আগে থালা-বাসন রাখার জায়গাটা পরিস্কার করতে হবে। )
9)floor - মেঝে
Use:-Sweep the floor.(মেঝেটি পরিস্কার কর। )
10)mop - মোছা/ঝাড়ু
Use:-Mop the floor.(মেঝেতে ঝাড়ু দাও। )
11)cupboard - থালা-বাসন রাখার আলমারি
Use:-Did you put the dishes into the cupboard.(তুমি থালা-বাসন আলমারিতে পুরে দিয়েছো। )
12)lay - টেবিল সাজানো
Use:-Lay the table for the meal.(খাবার জন্য টেবিল সাজাও)
13)Tidy up - পরিস্কার করা
Use:-Could you tidy up your room please.(তুমি আমাদের রুমটা পরিস্কার করেছো। )
14)away - দূরে
Use:To put the clean clothes away.(পরিস্কার জামা-কাপর দূরে দূরে রাখবে। )
15)shelves - জামা-কাপর রাখার বাস্ক
Use:-Please put your cloth in the shelves.(দয়া করে আমাদের জামা-কাপর বাস্কে পুরে দাও। )
16)take out the garbage - জঞ্জাল বাইরে বার করা
Use:-I am not feeling well,can you take out the garbage?(আমি ভালো অনুভব করছি না,তমি জঞ্জাল বাইরে বার করে দেবে?)
17)laundry - কাপড় কাচা/ধোয়া
Use:-Will you please do the laundry for me.(তুমি আমার জন্য জামা-কাপর কেচে দেবে। )
18)sort the clothes - জামা-কাপর আলাদা করা
Use:-Please remember to sort the white and the coloured clothes while washing.(দয়া করে ধোয়ার সময় সাদা এবং রঙিন জামা-কাপর আলাদা করার কথা মনে রাখবে। )
19)to clear the table - টেবিল পরিস্কার করতে
Use:-Please clear the table.(দয়া করে টেবিলটা পরিস্কার কর। )
Comments
Post a Comment